Welcome to Mobile Xchange BD Online Shopping Store!
অর্ডার এর অগ্রিম গ্রহণ এবং ডেলিভারি চার্জ সংক্রান্ত নিয়মাবলী (সীমিত সময়ের জন্য)
১. যেকোনো প্রোডাক্টের অর্ডার গ্রহণের ক্ষেত্রে অগ্রিম গ্রহণের পরিমাণ :
২. ইনসাইড ঢাকা বা ঢাকা সিটির ভিতরে ফুল পেমেন্ট করলে যেকোনো ডিভাইসের (মোবাইল/ট্যাব/ল্যাপটপ) ডেলিভারি ফি/চার্জ একদম ফ্রি অর্থাৎ কোনো চার্জ প্রযোজ্য হবেনা ।
৩. ইনসাইড ঢাকা বা ঢাকা সিটির ভিতরে যেকোনো এক্সেসরিজ আইটেম এর ফুল পেমেন্ট করলে ডেলিভারি ফি/চার্জ একদম ফ্রি অর্থাৎ কোনো চার্জ প্রযোজ্য হবেনা আর যদি ক্যাশ অন ডেলিভারি এর মাধ্যমে নেওয়া হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ৬০/- টাকা এবং ৭২ ঘন্টার মধ্যে ডেলিভার করা হবে (ক্ষেত্র বিশেষে পরিবর্তন হতে পারে)।
বি:দ্র: যেকোনো প্রোডাক্টের অর্ডার অবশ্যই বিকাল ৫.০০টার মধ্যে প্লেস করতে হবে। বিকাল ৫.০০টার পর কোনো প্রোডাক্টের অর্ডার পরবর্তী দিনের অর্ডার হিসেবে গণ্য করা হবে।
৪. আউটসাইড ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো ডিভাইসের জন্য যদি ফুল পেমেন্ট করা হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু যদি পার্শিয়াল পেমেন্ট করা হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ২০০/- টাকা এবং ক্ষেত্র বিশেষে এর সাথে কন্ডিশন চার্জ প্রযোজ্য হবে কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী।
৫. আউটসাইড ঢাকা বা ঢাকার বাইরে যেকোনো এক্সেসরিজ জন্য যদি ফুল পেমেন্ট করা হয় তাহলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু যদি পার্সিয়াল পেমেন্ট করা হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ১০০/- টাকা এবং ক্ষেত্র বিশেষে এর সাথে কন্ডিশন চার্জ প্রযোজ্য হবে কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী।